জকিগঞ্জ টুডে ডেস্ক:: বাংলাদেশ কৃষি ব্যাংক জকিগঞ্জ শাখার উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায়ের লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিরশ্রী ইউনিয়নের মাসুম বাজারে এ সমাবেশ হয়।
কৃষি ব্যাংক জকিগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. ছফির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মীর মোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মূখ্য অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক চৌধুরী মো. শোয়েব রেজা, বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সত্য নারায়ন দাশ, মূখ্য কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ। সমাবেশে ১৫ জন ঋণ গ্রহিতার মাঝে ৮ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ ও ৫৯ জন ঋণ গ্রহিতার নিকট থেকে ১৬ লক্ষ ৭৮ হাজার ৫শত টাকা ঋণ আদায় করা হয়।
বক্তারা কৃষকগনকে কৃষি ব্যাংক থেকে অতি সহজে বিনা হয়রানীতে কৃষি ঋণ গ্রহণ এবং সময়মত ঋণ পরিশোধ করার আহবান জানিয়ে বলেন, কৃষি ব্যাংকে ঋণদানের পাশাপাশি প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অতি সহজে গ্রহণ করা যায়। তাই কৃষি ব্যাংকের মাধ্যমে বিদেশের টাকা দেশে আনতে আহবান জানানো হয়।
Leave a Reply