জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার গভাণিং বডির সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন জাপা নেতা জালাল উদ্দিন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করে।
কমিটিতে সভাপতি জালাল উদ্দিন ছাড়াও অন্যপদে রয়েছেন সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল মান্নান, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য নামওয়ারুল ইসলাম, সদস্য আব্দুশ শহিদ, আব্দুল লতিফ, আব্দুল গফ্ফার, আব্দুল আহমদ, জামিল আহমদ।
নবগঠিত এ কমিটির প্রথম সভা গত শনিবার মাদ্রাসার অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রয়াত শিক্ষক আব্দুস সবুরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পদশূন্য ঘোষণা, অসুস্থ জুনিয়র মৌলভী আব্দুশ শহিদের পদত্যাগপত্র গ্রহণ করে অবসর মঞ্জুর করা, অধ্যক্ষের অবসর জনিত বিদায়ের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কয়েস উদ্দিন মাহমুদকে নিয়োগ, শিক্ষক ইমরান হোসাইনকে বি.এড স্কেলে উন্নীত করণ, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে ৬৫ হাজার টাকা বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত হয়।
এছাড়াও প্রথম সভায় শিক্ষাবোর্ডের নির্দেশমতে বিদ্যাৎসাহী সদস্য হিসেবে আইনুল হক খাঁনকে বিদ্যাৎসাহী সদস্য মনোনীত করা হয়।
Leave a Reply