জকিগঞ্জে আটককৃত টমটম ছাড়তে শ্রমিকদের সভা

জকিগঞ্জ টুডে ডেস্ক:: ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে জকিগঞ্জ থানা পুলিশের হাতে আটক হওয়া টমটম গাড়ী ছাড়ার দাবীতে জকিগঞ্জে টমটম শ্রমিকরা সভা করেছেন। সোমবার রাত ৯টার দিকে ভরন বাজারে আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ জালালীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি ফখর উদ্দিন বাবুল, উপজেলা আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ময়নুল হক, উপজেলা যুবলীগ নেতা রাজু আহমদসহ ভূক্তভোগী টমটম চালকরা।

সভায় বক্তারা বলেন, ট্রাফিক সপ্তাহে কয়েকটি টমটম গাড়ী আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। অথচ ব্যটারী চালিত অন্য টমটমগুলো এখনো চলাচল করছে। আটককৃত টমটম গাড়ীর চালকরা এখন বেকার বসে আছেন। অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটছে। টমটম চালিয়ে অনেক যুবক তাদের পরিবার চালান। বক্তারা আরও বলেন, টমটম গাড়ীর কারণে বেকার যুবকদের কর্মসংস্থান বেড়েছে। এলাকায় অপরাধ কর্মকান্ড অনেকটা বন্ধ হয়েছে। আটক টমটম গাড়ীগুলো দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দিতে শ্রমিকরা পুলিশের উর্ধ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর