জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে যাত্রী ছাউনি নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের দিকে জকিগঞ্জ ইউপির দরিয়াবাজ গ্রামে ও সুলতানপুর ইউপির ইলাবাজ গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংর্ঘষ নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের আফতাব উদ্দিন (৩০), আব্দুস সালাম (৩৩), শিহাব উদ্দিন (২৮), মাসুম আহমদ (২৫), মইন উদ্দিন (২৭), সাইদুল ইসলাম (২৫), মাহতাব উদ্দিন (৪৫)সহ অন্তত ২০/২৫ জন লোক আহত হয়েছে। আহতরা জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানাগেছে, জকিগঞ্জ-সিলেট সড়কের সেনাপতি ব্রীজের পাশে একটি যাত্রী ছাউনি রয়েছে। এ যাত্রী ছাউনিটি দরিয়াবাজ গ্রামের নামে নামকরণের চেষ্ঠা করেন ঐ গ্রামের লোকজন। এতে বাধা দেন ইলাবাজ গ্রামের লোকজন। এ নিয়ে র্দীঘদিন থেকে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার বিকেলে ইলাবাজ গ্রামের কামরুল ইসলাম (৫০) নামের একজন লোক দরিয়াবাজ গ্রামের পাশ দিয়ে যাবার সময় দরিয়াবাজ গ্রামের কয়েকজন লোক তার উপর হামলা করে। এ হামলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইটপাটকেল নিক্ষেপ করে।
সুলতানপুর ইউপির সদস্য আব্দুল খালিক জানান, এ যাত্রী ছাউনিটি ইলাবাজ গ্রামের নামে র্দীঘদিন থেকে নামকরণ করা রয়েছে। সুলতানপুর ইউনিয়নের অর্থায়নে সংস্কারও হয়েছে। এরপরও জকিগঞ্জ ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের কয়েকজন লোক যাত্রী ছাউনিটি তাদের গ্রামের নামে নামকরণ করতে চেষ্ঠা করে। যাত্রী ছাউনিতে ইলাবাজ গ্রামের নাম লিখা ছিলো তাও দরিয়াবাজ গ্রামের লোকজন মুছে ফেলেছে। এ নিয়ে শুক্রবার বিকেলের দিকে দরিয়াবাজ গ্রামের কয়েকজন লোক ইলাবাজ গ্রামের নিরীহ একজনের উপর হামলা করেছে। এ হামলার পর দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাঁধে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, ইলাবাজ বাসস্ট্যান্ডে একটি যাত্রী ছাউনিতে ইলাবাজ আর দরিয়াবাজ গ্রামের নামকরণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
Leave a Reply