জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী একটি যাত্রীবাস গাড়ীর সামনের চাকা পাংচার হয়ে দূর্ঘটনার শিকার হয়েছে।
শুক্রবার দুপুর ১ টার দিকে জকিগঞ্জগামী সিলেট-১১০১৩৯ নাম্বারের গাড়িটি শেওলা-জকিগঞ্জ সড়কের বিরশ্রী উজিরপুরে এসে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটানার কবলে পড়ে। এতে নারী, শিশু, বৃদ্ধসহ অন্তত ৩৫/৪০ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুত্বর বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে জকিগঞ্জ ও বিয়ানীবাজার হাসপাতালে প্রেরণ করেছেন। জকিগঞ্জ বাসষ্ট্রেন্ডের ম্যানেজার ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল জানান, বাসগাড়ির সামনের চাকা পাংচার হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে।
Leave a Reply