জকিগঞ্জে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শোকসভা ও র‌্যালি

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে শোক দিবসের আলোচনা সভা হয়। উপজেলা শাখার আহবায়ক আনোয়ার সিরাজীর সভাপতিত্বে ও পৌরসভার সভাপতি ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, সহকারি শিক্ষক আব্দুল ওয়াহিদ, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম শাহারিয়ার শাওন, মহানগর ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম জুয়েল, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য সচিব মো. আবু সায়েম, সদস্য সাফওয়ান হোসেন, ইমন আহমদ প্রমূখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে শহরে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। শোক র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধা সংসদ ভবনের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, সহকারি শিক্ষক আব্দুল ওয়াহিদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সাবেক সহ সভাপতি আল মামুন, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য জামাল আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, যুগান্তর প্রতিনিধি আল হাছিব তাপাদার, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম শাহারিয়ার শাওন, মহানগর ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম জুয়েল, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য সচিব আবু সায়েম, সদস্য সাফওয়ান হোসেন, ইমন আহমদ, জকিগঞ্জ পৌরসভা শাখার সহ সভাপতি আশরাফ আল কবির, সাধারণ সম্পাদক আসাদ আহমদ, ছাত্রলীগ নেতা সাজিদুর রহমান, সুলতানপুর ইউপি শাখার দিদারুল ইসলাম রুবেল, খলাছড়া ইউপির আহবায়ক মামুনুর রশিদ মামুন, বিরশ্রী শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, জকিগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, কলেজ শাখার জুবের আহমদ, উপজেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম সাহেদ, মাসুম আহমদ, পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম চৌধুরী শাকিল, প্রচার সম্পাদক হাদিউল বাশার হাদি, দপ্তর সম্পাদক রুহুল আমিন কর্ণেল, জকিগঞ্জ সদর ইউপির সভাপতি উজ্জল আহমদ, সাধারণ সম্পাদক কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি হানিফ আহমদ, সাধারণ সম্পাদক তন্ময় শর্মা, সাজ্জাদ মজুমদার স্কুল শাখার সভাপাতি তানভীর আহমদ, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সুলতানপুর ইউপি শাখার তারেক আহমদ, আবিদ আহমদ, আফজল হোসেন, জুমান আহমদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর মত মহান নেতার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, বাঙালি আজকের অবস্থানে আসতে পারত না। বঙ্গবন্ধু তার জীবনের বেশী সময় কারাগারে কাটিয়েছেন কেবল এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। অথচ একদল বিপথগামী সেনা সদস্যের চক্রান্তে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও দারিদ্র-ক্ষুধামুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। বঙ্গবন্ধুর খুনি যারা এখনো দেশের বাইরে রয়েছেন তাদেরকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে বক্তারা আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর