জকিগঞ্জে চোরাই মাল রাখার অভিযোগে চার যুবক কারাগারে

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে চোরাই সিগারেট ও পলিথিন রাখার অভিযোগে চার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হওলাদার জানান, চোরাই সিগারেট ও পলিথিনসহ আটগ্রামের চারিগ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আবেদ আহমদ (২৩), একই গ্রামের মুছব্বির আলী মুছইর ছেলে আলিম উদ্দিন (২৮), উত্তর মরইরতল গ্রামের এবাদুর রহমানের ছেলে আতিকুর রহমান (২০) ও দক্ষিণ মরইরতল গ্রামের রজাই মিয়ার ছেলে সমছুল হককে শনিবার গভীর রাতে বরইতল এলাকা থেকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে চোরাই মালামাল রাখার দায়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আটক ব্যক্তিদের এলাকার একাধিকজন জানিয়েছেন, এদের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধ কর্মকান্ডের বিস্তর অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর