জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে প্রায় কোটি টাকার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল জকিগঞ্জের বিরশ্রী ইউপির মাছুমবাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় মাদক বিক্রির নগদ দুই লাখ ৫০ হাজার ৭শ’টাকা ও ১৮ হাজার ৩শ’ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলাছড়া ইউনিয়নের মাদার খাল গ্রামের আব্দুল করিমের পুত্র শামীম আহমদ (৩২)কে আটক করা হয়। র্যাবের অভিযানের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায় অপর দুই মাদক ব্যবসায়ী। তার হলো, মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের মৃত মছরদ্দর আলীর পুত্র পারবান হোসেন (৩২) ও জকিগঞ্জের মাদারখাল গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র শাহাব উদ্দিন (৪৫)।
বৃহস্পতিবার র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আটককৃত শামীম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটককৃত শামীমকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply