জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের বাসিন্দা দুই যুবককে ৫০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি দল। শনিবার ভোরে সিলেটের দক্ষিণ সুরামর শ্রীরামপুরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান জানান, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে ১০ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের সেলিম আহমদের ছেলে জাহেদ আহমদ (২১) ও পশ্চিম বেউর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (২৬)কে গ্রেফতার করেছে। অভিযানের সময় র্যাবের গাড়ি থামানোর সংকেত দেখেই সিএনজি অটোরিকশা থেকে লাফ দিয়ে তাদের আরো দুই সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫০ লাখ ১২ হাজার ৫শ টাকা।
পলাতক মাদক ব্যবসায়ীরা হলো, জকিগঞ্জের পশ্চিম বেউর গ্রামের মৃত ছানুয়ার আলীর ছেলে বদরুল হক বদু ও দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার বি ব্লকের ৪নং রোডের ১৪ নং বাসার মৃত মছদর আলীর ছেলে পারবান হোসেন।
এ ঘটনায় মোগলাবাজার থানায় ৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply