এলংজুরী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের বিদায় ও টিফিন বক্স বিতরণ

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সহকারী শিক্ষক সালমা খাতুনের বিদায়ী সংবর্ধনা ও সৌদিআরব প্রবাসী আজিজুর রহমান খাঁন এবং আব্দুল বাছিতের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ দুটি অনুষ্ঠান হয়। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আহসান হাবীব লায়েকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাবুল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য মনির উদ্দিন, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক সব্বির আহমদ, ইউপি সদস্য জাহানারা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব, শিক্ষক হামিদা সুলতানা, স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রাজনীতিবিদ আছাদ উদ্দিন, সাবেক সহকারী শিক্ষিকা সালমা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক আহমদ মারুফ, সজনা বেগম, তাহেরা আক্তার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আতাউর রাহমান, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ খালন, আব্দুল মন্নান, মুহিবুর রহমান, হাফিজ মাহতাব উদ্দিন, তাজ উদ্দিন, আলীয়া বেগমসহ এলাকার সমাজসেবী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিরলস শিক্ষা দানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ করতে হবে শিক্ষকগণ। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও শিক্ষার্থীদের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম শিক্ষার্থীরা।
এলাকার প্রবাসী আব্দুল বাছিত ও আজিজুর রহমান খাঁন টিফিন বক্স বিতরণ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তাদের মত এলাকার অন্য ব্যক্তিরাও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করলে শিক্ষার্থীরা উৎসাহ পাবে।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর