বন্যার্তদের পাশে জকিগঞ্জ যুব সমাজসেবা সংস্থা সিলেট

জকিগঞ্জ টুডে ডেস্ক:: বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জকিগঞ্জ যুব সমাজসেবা সংস্থা সিলেটের নেতৃবৃন্দ।

মঙ্গলবার তারা জকিগঞ্জ সদর ইউনিয়ন, সুলতানপুর ইউনিয়ন, কসকনকপুর ইউনিয়ন ও বারঠাকুরী ইউনিয়নের বন্যা কবলিত প্রায় দুই শতাধিক পরিবারের লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ যুব সমাজ সেবা সংস্থা সিলেট’র সভাপতি এনাম আহমদ খাঁন, সিনিয়র সহ-সভাপতি ছালেহ আহমদ সাবু, যুগ্ম সম্পাদক মো. বদরুল আলম আফজাল, কোষাধ্যক্ষ লিটন আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত, রাজনীতিবীদ সুলেমান আহমদ লস্কর, সদস্য সুলতান আহমদ খান, খছরু আহমদ, নাজিম আহমদ, আব্দুল খলিকসহ এলাকার গণমান্য ব্যক্তিগণ।

ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সমাজের সর্বস্থরের জনসাধারনকে নিজ নিজ অবস্থান থেকে বন্যা দূর্গতদের পাশে দাঁড়াতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা বন্যার্তদের পাশে দাঁড়ালে ক্ষতিগ্রস্থ লোকজন দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে যে পরিমাণ বরাদ্ধ দেয়া হয়েছে তা ক্ষতিগ্রস্থ লোকের জন্য খুবই সামান্য। জকিগঞ্জের মানুষের ক্ষতির পরিমান বিবেচনা করে বড় আকারের বরাদ্ধ ঘোষণা করতে বক্তারা সরকারের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর