জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে শুটারগান ও গুলিসহ আলী আহমদ (৪৫) নামের এক ডাকাত সর্দারকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। আটক ডাকাত কাজলসার ইউনিয়নের হাড়িকান্দি গ্রামের মৃত সাবু মিয়ার ছেলে।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার ও ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই সৈয়দ ইমরুজ তারেক একদল পুলিশ নিয়ে তার বাড়ীতে অভিযান চালিয়ে একটি শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জকিগঞ্জ টুডেকে জানান, আটক ডাকাত সর্দারের বিরুদ্ধে জকিগঞ্জ ও কানাইঘাট থানায় ৮টি ডাকাতির মামলা রয়েছে।
Leave a Reply