জকিগঞ্জ টুডে ডেস্ক:: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জকিগঞ্জ উপজেলা শাখার একসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সন্তান কমান্ড জকিগঞ্জ উপজেলার আহবায়ক শফিউল আলম মুন্না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নান এবং সদস্য জুনেদ আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীরে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মোস্তাকিম হায়দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাংগঠনিক কমন্ডার ফজলুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল মনাফ, উপজেলা সন্তান কমান্ড সদস্য হরিপদ রায়, খলাছড়া ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি আব্দুল মানিক, মানিকপুর ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি মো. আলম, সন্তান কমান্ড সদস্য জাহিদ আহমদ, বারঠাকুরী ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি সুকান্ত রায়, বীরশ্রী ইউনিয়ন কমান্ডের সভাপতি মো. ময়নুল আজাদ প্রমূখ।
Leave a Reply