জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে জাতীয় যুবসংহতির ৩৫ তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩ টায় উপজেলা ও পৌরসভা যুবসংহতির নেতাকর্মীরা ডাকবাংলো প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ও মতবিনিময় সভা করেন।
কেক কাটা শেষে উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক মো. শাহ আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আহাদের পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌরসভা যুবসংহতির সদস্য আজমল হোসেন।
বক্তব্যে রাখেন, জেলা জাতীয় যুবসংহতির দপ্তর সম্পাদক মুহিবুর রহমান মুহি, পৌর যুবসংহতির সভাপতি মখদ্দছ আলী মকু, উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক হাসানুল আলম হাসনু, যুবনেতা ময়নুল ইসলাম, জামাল আহমদ, মোস্তফা কামাল, পৌর জাতীয় যুবসংহতির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, উপজেলা যুবসংহতির সদস্য শামিম আহমদ, বারঠাকুরী ইউপি যুবসংহতির আহবায়ক আব্দুল আজিজ, রতনগঞ্জ আঞ্চলিক যুবসংহতির আহবায়ক আব্দুল মুমিন চৌধুরী, কাজলসার ইউপি যুবসংহতির সদস্য সচিব আবুল কাশেম, সুলতানপুর ইউপি যুবসংহতির আহবায়ক কামাল হোসেন, যুবনেতা রাজু আহমদ, কামাল হোসেন, গিয়াস উদ্দিন, সুহেল আহমদ, সালমান হোসেন, রেজাউল করিম রাসেল, ডালিম আহমদ চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের ঘাটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেভাবেই হোক এ আসনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা জাকির হুসেনকে লাঙল প্রতিক দিতে হবে। কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শিল্পপতি জাকির হুসেন ছাড়া এ আসনে অন্য কাউকে প্রার্থী দেয়া হলে পার্টির ভরাডুবি হবে। জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ করতে জাকির হুসেন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা জাতীয় পার্টি আজ সুসংগঠিত। এ আসনের ভোটারদের কাছে জাকির হুসেন জনপ্রিয় নেতা। আগামী নির্বাচনে তাঁর কোন বিকল্প নেই বলে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন।
Leave a Reply