জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে আরডিআরএস বাংলাদেশের সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির কার্যক্রম অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।
বক্তব্যে রাখেন, জকিগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, আরডিআরএসের সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি জকিগঞ্জের কো অডিনেটর আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকার নাইন লস্কর, মানিকপুর ইউপির চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক আল মামুন, আরডিআরএসের সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির আবুল মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জ্যাসমিন আক্তার প্রমূখ।
সভায় আরডিআরএসের সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির কার্যক্রম বিষয়ে অবহতি করে বক্তব্যে প্রদান করা হয়।
Leave a Reply