জকিগঞ্জ টুডে ডেস্ক:: জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদন্ড ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদন্ড ও দুই কোটি ১০ লাখ করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এ রায় দেন।
রায়ের পর জকিগঞ্জে কোন তৎপরতা দেখা যায়নি বিএনপি অঙ্গসংগঠনের। রাজপথে রয়েছে যুবলীগ ছাত্রলীগ। সর্তক অবস্থায় রয়েছে আইন শৃংখলারক্ষকারী বাহিনী। উপজেলার বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানাগেছে, সকাল থেকেই যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা রাজপথে মহড়া দিলেও দেখা মিলছেনা বিএনপির কোন নেতাকর্মীর।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান জানিয়েছেন, আমরা এখনো কেন্দ্র বা জেলা থেকে কোন নির্দেশনা পাইনি। যখনি কোন নির্দেশনা আসবে আমরা জকিগঞ্জের রাজপথে বাস্তবায়ন করবো।
অন্যদিকে স্থানীয় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপির যেকোন নাশকতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। খালেদা জিয়ার রায় ঘোষণার পর উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে মহড়া দিয়েছে। জকিগঞ্জ সরকারী কলেজেও কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি মিছিল করেছে। বিকেল ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন স্থানে তৎপর রয়েছেন।
Leave a Reply