জকিগঞ্জ পৌরসভায় তিনদিনের কর্মবিরতি চলছে

জকিগঞ্জ টুডে ডেস্ক:: পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের রাষ্টীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন ভাতাদি ও অনান্য সুযোগ সুবিধা প্রদানের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জ পৌরসভা সার্ভিসেস এ্যাসোসিয়েশন তিনদিনের কর্মবিরতী পালন শুরু করেছে। কর্মসূচির প্রথম দিন ২৮ জানুয়ারী রবিবার জকিগঞ্জ পৌরসভা চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে জকিগঞ্জ পৌরসভা সার্ভিসেস এ্যাসোসিয়েশন সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে তিনদিনের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, কাউন্সিলর আব্দুল জলিল, কাউন্সিলর আছদ্দর আলী, কাউন্সিলর রিপন আহমদ, কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল,বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মুতলিবসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সভায় বক্তারা নায্য দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।

জকিগঞ্জ পৌরসভা এ্যাসোসিয়েশন সভাপতি মনিরুজ্জামান জানান, আমাদের দাবী আদায়ে আন্দোলন চলছে। কেন্দ্র থেকে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ কর্মসূচি চলাকালীন সময়ে জকিগঞ্জ পৌরসভায় পানি ব্যাতিত সকল সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর