জকিগঞ্জ টুডে ডেস্ক:: আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে জকিগঞ্জের জেএসসি, জেডিসি, ইবতেদায়ী ও পিএসসি পরীক্ষার ফলপ্রাপ্ত শিক্ষার্থীরা। অন্য বছরের চাইতে এবার ফলাফল সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন একাধিক শিক্ষক। শনিবার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার দেখা দেয়।
জেএসসি পরীক্ষায় উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬৫৮ জন পরীক্ষার্থী এবার অংশ নেয়। তন্মধ্যে পাশ করেছে ৩১৮০। জিপিএ-৫ পয়েন্ট পেয়েছে ৮০জন।
জেডিসিতে ২১টি মাদ্রাসা থেকে ১১০২জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭৮৩জন। জিপিএ ৫ একটি।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫১৯৪জনের মধ্যে পাশ করেছে ৪৫৬৫জন। পাশের হার ৮৮%৩৬। জিপিএ ৫ পেয়েছে ৮২জন। ইবতেদায়ীতে ৬৫০জনের মধ্যে পাশ করেছে ৫০৫জন। পাশের হার ৮৩.১৬। জিপিএ ৫ পেয়েছে ২জন।
একাধিক শিক্ষক জানান, গত বছরের চাইতে এবার ফলাফল একটু বেশি ভালো হয়েছে। শিক্ষকরা শিক্ষার্থীদের পিছনে শ্রম দিচ্ছেন তা ফলাফলের মাধ্যমে প্রমানিত হয়েছে।
Leave a Reply