-
- খেলাধুলা
- টেন্ডুলকারকে পেছনে ফেললেন স্মিথ
- আপডেট টাইম : November, 25, 2017, 6:37 pm
- 745 বার
টেস্ট ক্যারিয়ারে দ্রুত ২১তম সেঞ্চুরিতে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। অ্যাশেজে ব্রিজবেন টেস্টের তৃতীয় দিন ক্যারিয়ারের ১০৫তম ইনিংসে ২১তম সেঞ্চুরির স্বাদ নেন স্মিথ। নিজের ক্যারিয়ারে ১১০তম ইনিংসে ২১তম সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন ভারতের টেন্ডুলকার।
দ্রুত ২১তম সেঞ্চুরির স্বাদ নিয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। মাত্র ৫৬ ইনিংসে ২১তম সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন ব্র্যাডম্যান। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের লিটল মাস্টার সুনীল গাভাস্কার। ৯৮তম ইনিংস ২১তম সেঞ্চুরি পেয়েছিলেন গাভাস্কার।
টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবার ইনিংসে ১৪টি চারের সহায়তা ৩২৬ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন স্মিথ। বাসস।
আরো খবর
Leave a Reply