জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের সুলতানপুর এস.আই স্পোটিং ক্লাবের প্রিমিয়ারলীগের ফাইনাল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার দুপুরে সম্পন্ন হয়েছে। সুলতানপুর এস.আই স্পোটিং ক্লাবের সভাপতি সামছুল ইসলাম লেইছের সভাপতিত্বে ও সমাজসেবী বদরুল হক তাপাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুব সংহতির আহবায়ক সমাজসেবী জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যুগান্তর প্রতিনিধি ও জকিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক হাসান আহমদ, হেলাল আহমদ, স্বপন খাঁন, সুবলে আহমদ, রুহুল আমিন, আলবাব হোসেন। ফাইনাল ম্যাচে লায়ন কিংস ক্রিকেট ক্লাব চার রানের ব্যবধানে ইলেভেন স্টার ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। খেলায় ম্যান অবদ্যা টুর্নামেন্ট হন স্বপন খাঁন। ম্যান অবদ্যা ম্যাচ পুরষ্কার পান শাফি আহমদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার প্রয়োজন আছে। প্রত্যেক মানুষের উচিত লেখাপড়া ও কাজকর্মের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা। খেলাধুলায় মানুষের শরীর ও মনকে সুস্থ্য সবল রাখে। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। খেলাধুলার মাধ্যমে নিজের এলাকাকে জাতীয়ভাবে পরিচিত করা সম্ভব। খেলাধুলার কারণে বিশ্বের বুকে বাংলাদেশ আজ খুব বেশী পরিচিতি লাভ করেছে। খেলাধুলার উন্নয়নে তিনি সাধ্যমত সহযোগীতা করবেন বলেও আশ্বাস দেন।
Leave a Reply