জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের সুলতানপুর ইউপির গণিপুর সুপার স্টার স্পোটিং ক্লাবের সিক্সে সাইড ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে কামালগঞ্জ বাজার সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। খেলাটি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিলো। সিক্সে সাইড ক্রিকেট টুর্ণামেন্টে ১৪ টি টিম অংশগ্রহণ করে বলে আয়োজক কমিটির মাসুম আহমদ জানিয়েছেন।
শুক্রবার ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুলতানপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুস সুবহান, উপজেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিমন প্রমূখ। এ সময় খেলোয়াড়, দর্শকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার প্রয়োজন আছে। খেলাধুলায় মানুষের শরীর ও মনকে সুস্থ্য সবল রাখে। প্রত্যেক শিক্ষার্থীর উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা। খেলাধুলা করলে শরীর সুস্থ্য থাকে। সুস্থ্য শরীরই পারে সুস্থ্য সুন্দর জীবন গড়তে। খেলাধুলার কারণে বিশ্বের বুকে বাংলাদেশ আজ খুব বেশী পরিচিতি লাভ করেছে। খেলাধুলা করতে যেভাবে সহযোগীতার প্রয়োজন হবে তিনি সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষে খেলোয়াড়দের হাতে প্রথম ও দ্বিতীয় পুরষ্কার তুলে দেয়া হয়।
Leave a Reply