জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের হাইল ইসলামপুর স্পোটিং ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রবিবার সম্পন্ন হয়েছে।
ক্লাবের সদস্য শফিক আহমদ, হাসান আহমদ ও আব্দুল হালিমের পরিচালনায় ফাইনাল ম্যাচে ভরন মৌচাক ক্রিকেট ক্লাব ও প্যানেল ক্রিকেট ক্লাব অংশ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে ভরন মৌচাক ক্রিকেট ক্লাবের কাছে হার মানে প্যানেল ক্রিকেট ক্লাব।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাইল ইসলামপুর হিফজুল ফুযুল সমাজ কল্যান সমিতির সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর কৃষকলীগের ২২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সুহেল, প্রবাসী আয়নুল আহমদ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার পান জাফর আহমদ ও ম্যান অব দ্যা সিরিজ পুরষ্কার পান লাহিন আহমদ।
Leave a Reply