ফাইল ছবি

জানুয়ারিতে সিলেটে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ!

২০১৮ সালের শুরুতেই শ্রীলংকা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এর ভেন্যু হতে পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
এমনটাই জানালেন বিসিবির পরিচালক আকরাম খান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল এক সংবাদ সম্মেলনে আকরাম খান জানান, ‘শ্রীলংকাকে নিয়ে আমরা একটি ত্রিদেশীয় সিরিজ খেলব। সিরিজটি হবে ওয়ানডে ফরম্যাটের। পরে কোনো এক সময়ে শ্রীলংকার সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের বাকি থাকা টেস্ট ও টি২০ ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে। ’

প্রথমবারের মতো বিপিএল আয়োজন করে দারুণ প্রশংসা কুড়িয়েছে সিলেট। এবার সেই পুরস্কারস্বরূপ আবারো আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে সিলেটে।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আমরা সিলেট ভেনুতে কিছু ম্যাচ আয়োজনের কথা ভাবছি। এখন থেকেই এ ভেনুতে কিছু সংস্কারকাজ শুরু হবে ত্রিদেশীয় সিরিজকে কেন্দ্র করে। ’

এছাড়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সুরাহা করতে পারেনি বিসিবি।
কোচ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আগামী দু-তিনদিনের মধ্যে হাথুরুর বাংলাদেশে আসার কথা রয়েছে। আমরা এখন কোচ নিয়ে দ্বিধায় আছি। হাথুরুর থাকা-না থাকার ওপর নির্ভর করবে কোচ নিয়োগের প্রক্রিয়া। তিনি থাকতে না চাইলে, শ্রীলংকা সিরিজের আগে হাই-প্রোফাইল কোচ পাওয়ার সম্ভাবনা নেই। তাই অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আসতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। ’

এদিকে শ্রীলংকার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের কথা আগেই নিশ্চিত করেছিল শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। এবার চূড়ান্ত হলো টুর্নামেন্টের দিনক্ষণ। আগামী ৮ মার্চ শুরু হবে ত্রিদেশীয় এ টি২০ টুর্নামেন্ট। গ্রুপ পর্বে প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে দুবার করে। শীর্ষ দুই দলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ মার্চ। প্রতিযোগিতার সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে ‘নিদাহাস ট্রফি’।

বিডিপ্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর