প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোসেইন মোহাম্মদ এরশাদের পর এবার সিলেটে আসছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ৫ ফেব্রুয়ারি তিনি সিলেটে আসবেন বলে জানিয়েছে মহানগর বিএনপির সহ সভাপতি ও প্যানাল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
খালেদা জিয়া মুলত: সিলেটে আসছেন হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করতে। তিনি কোন সভা-সমাবেশে যোগ দেবেন না। তবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে পারেন।
অনেকেই ধারনা করছেন খালেদা জিয়ার সিলেট আসার পেছনে আরেকটি উদ্দেশ্য হচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণা শুরু করা। যদিও নির্বাচনে অংশগ্রহন নিয়ে এখনও বিএনপি চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
Leave a Reply