জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন মেম্বার।
শনিবার রাতে নৌকার সমর্থনে বাবুর বাজারে সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভা চলাকালে বিএনপি নেতাকর্মী নিয়ে তিনি মিছিল সহকারে যোগদান করেন।
এ সময় সিরাজ উদ্দিন মেম্বারকে ফুলের মালা পরিয়ে বরন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা নোমানুর রশিদ, সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব মাজেদা রওশন শ্যামলী প্রমূখ।
যোগদানকালে সিরাজ উদ্দিন মেম্বার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, গ্রাম’গঞ্জে আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করছে। গ্রামের মানুষ সুখে আছেন। তা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এলাকার উন্নয়নের স্বার্থে ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করতে তিনি নেতাকর্মীদের নিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, নৌকার সমর্থনে ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা নোমানুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মুত্তালিব, ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালিক মেম্বার, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, ইউপি জাপার সভাপতি আব্দুস সালাম, আল ইসলাহ নেতা আব্দুল আজিজ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব মাজেদা রওশন শ্যামলী, যুবলীগ নেতা বুরহান উদ্দিন, ফয়ছল আহমদ খাঁন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইউপি শাখার আহবায়ক কাওসার আহমদ, পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ওমর ফারুক প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক তাপাদার কালন মিয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম তাপাদার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মকু মিয়া, ইউপি আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমির আলী, পৌরসভা তাঁতীলীগের আহবায়ক নাজু আহমদ, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, যুবলীগ নেতা আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ইউপি শাখার সভাপতি দিদারুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাহেদ, জকিগঞ্জ পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রচার সম্পাদক হাদিউল বাশার হাদি প্রমূখ।
সভায় বক্তারা, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের উন্নয়নের জন্য আ.লীগ প্রার্থী আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারকে নৌকা মার্কায় ভোট দিতে সর্বস্থরের মানুষের প্রতি আহবান জানান।
Leave a Reply