লন্ডনে অবস্থানকারী ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগের পর দলের ভেতর চাপে পড়েছে সংস্কারপন্থীরা। তারই অংশ হিসেবে বহিষ্কার হন কেন্দ্রীয় নেতা ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। এদিকে রোববার জামায়াতকে স্বাধীনতাবিরোধী দল উল্লেখ করে দিনাজপুরের এক নেতার পদত্যাগের মধ্য দিয়ে সংস্কারপন্থীদের বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। তবে দলীয় একটি সূত্র জানায়, এর সবকিছুই দলের নীতি নির্ধারকদের পরির্বতনের পক্ষে চাপ সৃষ্টি প্রক্রিয়ার অংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে ব্যবসা করছেন এমন এক জামায়াত নেতা ডেইলি বাংলাদেশকে জানান, বিশ্ব রাজনীতির আলোকে সময়ের সঙ্গে দলীয় কাঠামোতে পরিবর্তন চান জামায়াতের অধিকাংশ নেতাকর্মী। যারা পরিবর্তন চান না, তাদের সংখ্যা একেবারেই কম। দলের কেন্দ্রীয় মজলিসে শুরা, কর্মপরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বেশিরভাগ সদস্যই পরিবর্তনের পক্ষে। তবে দলে যেহেতু একক সিদ্ধান্তের সুযোগ নেই, তাই মাত্র একটি ভোটের ব্যবধানেও অনেক সময় বেশিরভাগের মতটি অগ্রহণযোগ্য থেকে যায়।
তিনি আরো বলেন, রাজ্জাক সাহেবের পদত্যাগ, মঞ্জুর বহিষ্কারসহ অন্যান্য সবকিছুই হচ্ছে দাবিগুলোর পক্ষে জোরাল অবস্থান তৈরির একটি প্রক্রিয়া। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দলের ওপর চাপ বৃদ্ধি করতেই ছক অনুযায়ী কাজ করছে জামায়াতের একটি অংশ। তিনি আশাবাদি, শিগগিরই পরির্বতনের হাওয়া লাগবে জামায়াতে। তবে যারা দলের বাইরে যাচ্ছেন তারা ফিরে আসবেন কি না এ বিষয় স্পষ্ট করে বলতে পারেননি তিনি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এবং দলের ভেতরে সংস্কার চেয়ে যথার্থ কাজ করেছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সদ্য বহিষ্কৃত মজলিসে শুরার সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। ডেইলি বাংলাদেশকে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে অবশ্যই জামায়াতের অবস্থান স্পষ্ট করা দরকার। যদি জামায়াত মনে করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারা যথাযথ কাজ করেছে, তাহলে তা সরাসরি বলা উচিত। আর তারা যদি মনে করে- তাদের ভূমিকা ঠিক ছিল না, তাহলে ক্ষমা চাওয়া উচিত।
মঞ্জু আরো বলেন, জামায়াত বিলুপ্ত হয়ে গেলে ভালো হবে। তবে সংগঠন বিলুপ্তির আগে নতুনভাবে রাজনীতি করা নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। তরুণ প্রজন্মের অনেকে দলের সংস্কারের পক্ষে। এরইমধ্যে জামায়াত বিলুপ্তির পক্ষে অধিকাংশ শুরা সদস্য ইতিবাচক মত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শীর্ষ নেতারা।
এদিকে রোববার সংস্কার বিতর্কে পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন দলটির আমির মকবুল আহমদ। দলটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়া, না চাওয়ার ইস্যুতে দ্বিধাবিভক্ত কেন্দ্রীয় নেতারা। বিতর্কিতদের পাশ থেকে একে একে সড়ে দাঁড়াচ্ছেন দায়িত্বশীলরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, খোদ আমিরই স্বপদে থাকতে চাইছেন না। সংস্কার ইস্যুতে দলে বিভক্তি প্রকাশ্য রূপ নেয়ায় বিব্রত মকবুল আহমদ। তার এক ঘনিষ্ঠজন (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বিব্রত হওয়ার বিষয়টি আমির আমাদের কয়েকজনকে জানিয়ে বলেছেন, তার বয়স হয়েছে। এ বয়সে এসে দলের মধ্যে এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে, তা তিনি আশা করেননি। তাই আমির পদে তিনি আর থাকতে চাইছেন না। তিনি জামায়াতের সদস্য পদেও থাকতে স্বস্তিবোধ করছেন না।
এদিকে ৮০র দশকের ছাত্র শিবিরের নেতৃত্ব রাজনীতির মাঠে আসছে নতুন রাজনৈতিক দল ‘ইসলামিক প্রোগ্রেসিভ পার্টি’ (আইপিপি)। একাত্তরে বিতর্কিত নয় এমন জামায়াত নেতারা সমবেত হবেন এই দলে। তবে ইসলামী দল হিসেবে জামায়াত আগের জায়গায় থেকে যাবে। আর নতুন দলটি হবে নির্বাচনমুখি গণতান্ত্রিক প্লাটফর্ম। দলটির নেতৃত্ব ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এরইমধ্যে কানাঘুষা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
জামায়াতের আরেকটি বিশ্বস্ত সূত্র জানায়, আগামী মার্চে ‘ইসলামিক প্রোগ্রেসিভ পার্টি’ (আইপিপি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারে। আর উপজেলা নির্বাচনের কারণে মার্চে যদি সম্ভব না হয়, তাহলে জুনকে টার্গেট করে এগোবে তারা। প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলেছে আইপিপি’র প্রস্তুতি পর্ব। গঠনতন্ত্র, লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণসহ এরইমধ্যে নানা ধরনের কর্মকৌশল ও পন্থা তৈরি করেছে দলটির নীতি নির্ধারকরা। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পরপরই নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবে তারা। সফল না হলে উচ্চ আদালতের দ্বারস্থ হবে আইপিপি। তুরস্কের একে পার্টির আদলে আইপিপি’র কার্যক্রম ও কর্মপন্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন সমন্বয়ক।
নতুন দল গঠনে জামায়াতের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি কাজ শুরু করেছে। দলের নির্বাহী পরিষদের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের বিবেচনার জন্য পাঠানো হয়। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পাঠানো নির্দেশনার চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Leave a Reply