জকিগঞ্জ টুডে ডেস্ক:: বিক্ষোভ মিছিল ও পথসভা করে জকিগঞ্জে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি।
শুক্রবার জুম্মার নামাজের পর কেছরী জামে মসজিদের গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এম এ হক চত্তরে পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুশ শহীদ মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় বক্তব্যে রাখেন বিএনপি নেতা ময়নুর রাজা মানিক, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সাগর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, পৌরসভা যুবদল সভাপতি রিপন আহমদ, যুবদল নেতা সালেহ আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।
Leave a Reply