জকিগঞ্জে পৃথক পৃথকভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জকিগঞ্জ টুডে ডেস্ক:: বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী জকিগঞ্জে পৃথকভাবে নানা কর্মসূচিতে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা।

সকাল সাড়ে ১১ টায় জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি ডাকবাংলো থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী লোকমান উদ্দিন চৌধরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, নাসিম আহমদ, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, পৌরসভা যুবলীগের আহবায়ক কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল, সিলেট মহানগর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি ফয়সল খাঁন, পৌরসভা যুবলীগ নেতা আফসর আহমদ, জামিল আহমদ, শামিম আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবার হোসাইন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক কামিল আহমদসহ বিভিন্ন ইউপি ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকাল ১১ টায় জকিগঞ্জ সরকারী কলেজে কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও জুবের আহমদের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, র‌্যালি ও কেক কাটা হয়।

আলোচনা সভায় বক্তব্যে রাখেন কলেজ ছাত্রলীগ নেতা রবিশর্মা, জামাল আহমদ, আব্দুস সামাদ, মামুন, কৃষ্ণধন, ইমন আহমদ, কবির আহমদ প্রমূখ।

এছাড়াও সরকারী কলেজসহ বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা র‌্যালি করা হয়। এসব র‌্যালিতে বিপুল সংখ্যাক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর