জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে কেক কাটাসহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয়পার্টির প্রাতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বিভিন্ন স্থানে জাতীয়পার্টি, যুবসংহতি, ছাত্রসমাজ আলোচনা সভা করে।
সোমবার বিকেলে বাবুর বাজারে প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সুলতানপুর ইউপি ও আঞ্চলিক শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাবুর বাজার আঞ্চলিক শাখার সভাপতি খাদিম আব্দুস সালামের সভাপতিত্বে ও জাপা নেতা হাসান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা এম এ মতিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক এমএ আহাদ, সাবেক ছাত্রনেতা ময়নুল ইসলাম, সুলতানপুর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওলিউর রহমান, প্রবাসী জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন হেলালী, জেলা যুবসংহতির দপ্তর সম্পাদক মুহিবুর রহমান, জকিগঞ্জ ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাবু, জাপা নেতা ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন, বিলাল আহমদ, ইউপি যুবসংহতির সভাপতি কামাল আহমদ, আব্দুল হাসিব, পানু মিয়া, জামাল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল মিরা বাবু।
সভায় বক্তারা দলের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের র্দীঘায়ু কামনা করে বলেন, বাংলাদেশের উন্নয়নে এরশাদের বিকল্প নেই। রংপুরের সিটি নির্বাচন থেকে প্রমান হয়েছে মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আগামী নির্বাচনে জনগন জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠাতে প্রস্তুত রয়েছে। সিলেট-৫ আসন জকিগঞ্জ কানাইঘাট জাতীয় পার্টির ঘাটি। এ আসনে আগামী নির্বাচনে জাতীয় পার্টি থেকে জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শিল্পপতি এম জাকির হোসাইনকে প্রার্থী দিতে আহবান জানান।
Leave a Reply