বিজয় দিবসে জকিগঞ্জবাসীকে কাওছার আহমদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জকিগঞ্জ উপজেলার সম্মেলন বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমদ মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার দলীয় নেতাকর্মীসহ সর্বস্থরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাঁথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে ১৬ ডিসেম্বর। রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং শ্রেণি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। পাকিস্তানী শাসকদের শোষণ, নিপীড়ন, দুঃশাসনের কুহেলিকা ভেদ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাঙালী জাতি প্রকৃতঅর্থে স্বাধীনতার স্বাদ অনুভব করেছিল। এ দিনে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে। এর ফলে বিশ্বের মানচিত্রে একটি গর্বিত জাতি হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বাঙালি জাতি যত দিন বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করবে, অহংকার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর