নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে এসডিএস। শনিবার উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বৃক্ষ প্রানে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এএলআরডি’র সহযোগীতায় ও এসডিএস’র আয়োজনে শুভ্রকান্তি দাস চন্দনের সভাপতিত্বে ও এসডিএস’র নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, পৌরসভার কাউন্সিলর রিনা আক্তার ও শিক্ষার্থী আদিল রহমান প্রমুখ।
ভিডিও দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’
সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষ রোপনের উপর গুরুত্ব দিয়ে বলেন, বিজ্ঞানের যুগে বিশ্বের বড় দেশগুলো কার্বন উৎপাদন করে পৃথিবীকে উষ্ণ করে তুলেছে। ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ। আমাদের দেশের বনাঞ্চল ধ্বংস, নদী-খাল ভরাট, প্লাস্টিক বর্জ্য উৎপাদন করায় জলবায়ু ক্ষতিপূরণ দাবির নৈতিক অবস্থান থেকে সরে যাচ্ছে। বৃক্ষ পৃথিবীর ঢাল হিসেবে কাজ করে। তাই প্রতিনিয়ত বৃক্ষ রোপন করতে হবে এবং বৃক্ষের পরিচর্যা করতে হবে। নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিতে এবং আগামীতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য উৎসাহিত করতে হবে।
Leave a Reply