নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মে) দুপুর ১টায় কালিগঞ্জ বাজারের সীমান্ত এন্টারপ্রাইজ নামক দোকানের তালা ভেঙে চোরেরা নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়।
দোকানের সত্ত্বাধিকারী আব্দুল মালিক চৌধুরী জানান, যোহরের নামাজ থেকে ফিরে তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে কর্মচারীরা তাকে ফোন দিয়ে ঘটনাটি জানায়। দোকানের ক্যাশ বাক্স থেকে আনুমানিক দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিডিও দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’
Leave a Reply