নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটি অনুমোদন করেছে সিলেট শিক্ষাবোর্ড। রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শন মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এ বিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি ও আহবায়ক ফারুক আহমদকে সভাপতি নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
কমিটিতে পদাধিকার বলে প্রধান শিক্ষককে ফেরদৌস আলমকে সদস্য সচিব করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. এখলাছুর রহমান, মাকছুদুল হক, অভিভাবক প্রতিনিধি নাজু আহমদ, শামিম আহমদ (১), শামিম আহমদ (২), সুরুজ কুমার দাস, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিলারা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুশ শাকুর চৌধুরী, দাতা সদস্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। পত্রে উল্লেখ করা হয়, ৩০ দিনের মধ্যে প্রথম সভায় একজন শিক্ষানুরাগী সদস্য নিতে হবে এবং দুই বছর মেয়াদী কমিটির মেয়াদকাল শেষ হবার ৩০ দিন পূর্বে পরবর্তী ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়েছে।
Leave a Reply