নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক কারা নির্যাতিত ফারুক আহমদ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি শফিকুর রহমান চৌধুরীকে এ অভিনন্দন জানান।
ফারুক আহমদ বলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী একজন কর্মীবান্ধব নেতা ও দক্ষ সংগঠক। তিনি উপমহাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নীতি, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনে দক্ষতার সঙ্গে সফল হবেন এবং ত্যাগী নির্যাতিত নেতাকর্মীকে গুরুত্ব দিয়ে দলের কল্যাণে কাজ করে যাবেন। তার পাশাপাশি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে সিলেট আওয়ামী লীগের সব নেতাকর্মী ও সমর্থক ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করেন।
Leave a Reply