জকিগঞ্জের জিএমসি স্কুল এন্ড কলেজ নিয়ে হাইকোর্টের রুল

এডহক কমিটি গঠনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা কেন নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: স্কুল ও কলেজের এডহক কমিটি গঠনে শিক্ষিতদের বাদ দিয়ে নিরক্ষর ব্যক্তিকে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কেন নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নয় এবং মনোনীত করা কেন বেআইনি ঘোষণা করা হবেনা মর্মে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।

জকিগঞ্জের গোলাম মোস্তাফা চৌধুরী একাডেমী (স্কুল ও কলেজ) এর এডহক কমিটি গঠনে তিন সদস্যের অভিভাবক প্রতিনিধি প্যানেলের মধ্য থেকে এক ও দুই নম্বর ক্রমিকের শিক্ষিতদের বাদ দিয়ে তিন নম্বর ক্রমিকের নিরক্ষর ব্যক্তিকে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক অভিভাবক প্রতিনিধি মনোনীত করা হয়। এ নিয়ে হাইকোর্টে ৯৯৩১/২০২০ নাম্বারে রীট পিটিশন দায়ের করেন ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক আবুল কাশেম খান।

বৃহস্পতিবার বিচারপতি মোঃ মজিবর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রীট পিটিশনের শুনানী শেষে তা জানতে চেয়ে রুল জারি করেন। হাইকোর্টের রুলে বলা হয়, এডহক কমিটি গঠনে তিন সদস্যের অভিভাবক প্রতিনিধি প্যানেলের মধ্য থেকে এক ও দুই নম্বর ক্রমিকের শিক্ষিতদের বাদ দিয়ে তিন নম্বর ক্রমিকের নিরক্ষর ব্যক্তিকে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক অভিভাবক প্রতিনিধি মনোনীত করা কেন বেআইনি ঘোষণা করা হবেনা এবং এ সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ এর বিধি ১১ সংশোধনক্রমে কেন নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি ও এডহক কমিটির অভিভাবক প্রতিনিধির ক্ষেত্রে নির্ধারন করা হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

রীট শুনানী শেষে রুল জারির বিষয়টি নিশ্চিত করেন কোর্টের সিনিয়র আইনজীবী দিদার আলম কল্লোল। শুনানীতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ.ডি.বি আইনজীবি নওরুজ মো. রাফেল চৌধুরী।

রীট পিটিশনারের পক্ষে শুনানি করেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী দিদার আলম কল্লোলের নেতৃত্বে এডভোকেট স্বপন কুমার দাস, ব্যারিষ্টার ফারজানা রশিদ ও হাসান আহমেদ পাটোয়ারী রিপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর