নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জের থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠে মঙ্গলবার মনমুগ্ধ আয়োজনে লতিফিয়া ইসলামিক গজল সন্ধ্যা পরিষদের ক্বিরাত সম্মেলন ও ইসলামিক গজল সন্ধ্যা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছিলো থানাবাজার মাদ্রাসা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন রাত পর্যন্ত এ অনুষ্ঠান উপভোগ করতে আসেন। সাধারণ মানুষের সাথে পাল্লাদিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত হন।
সকাল ১২ ঘটিকায় থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান। এরপর থেকে হাজারো শ্রুতাকে মাতিয়ে তুলেন মধুর কন্ঠের ক্বারী ও সঙ্গীত শিল্পীগন।
অনুষ্ঠানে পবিত্র ক্বিরাত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শায়খে আহমদ বিন ইউসুফ আল-আযহারী-ঢাকা। ইসলামী সঙ্গীত ও গজল পরিবেশন করেন রিসালাহ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। সুরলিত কন্ঠে ক্বিরাত পাঠ করেন মাওলানা ক্বারী খালেদ মোশারফ-ঢাকা, মাওলানা ক্বারী আব্দুর রহিম-ঢাকা, মাওলানা ক্বারী সাইফুল ইসলাম-মৌলভীবাজার, হাফিজ ক্বারী আব্দুল আলিম সুমন-বিশ্বনাথ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠি সিলেটের পরিচালক শাহীদ আহমদ, জালালিয়া শিল্পীগোষ্ঠি সিলেটের পরিচালক সুলতান আহমদ, সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠি সিলেটের শিল্পী মামুনুর রশীদ মামুন, তাহমিল জাহান নাফিস, রাহে মদিনা শিল্পীগোষ্ঠি কুলাউড়ার পরিচালক সৈয়দ হাবিবুর নূর, সহ পরিচালক রায়হানুর রহমান, সিনিয়র সদস্য নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ফুলতলী বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান ফুলতলী। অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ঢাকা উত্তর সিটির কাউন্সিলর ও রমনা শাহবাগ থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল মুনির চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মোহনা টেলিভিশনের ভাষ্যকার মাওলানা বেলাল আহমদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আহাদসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার প্রবীন ব্যক্তিবর্গ।
সম্মেলনকে সুষ্ঠভাবে সম্পন্ন করায় লতিফিয়া ইসলামিক গজল সন্ধ্যা পরিষদের সভাপতি ক্বারী হাফিজ আলী হুসেন, ও সাধারন সম্পাদক মো. আবুল হোসাইন তাপাদার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply