নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে নানা বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকালে কসকনকপুর ইউনিয়নের উত্তর বলরামেরচক গ্রামে থেকে বেলাল আহমদ (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ তার নানা বাড়ি থেকে উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ। সে একই উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামের আতর আলীর ছেলে।
কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ জানান, বিলাল আহমদ রবিবার বিকালে বেলাল আহমদ নানার বাড়ি বলরামেরচক বেড়াতে গিয়েছিলো। রাতে বেলাল তার নানা সুনু মিয়ার সাথে ঘুমিয়ে ছিল। সকালে নানা মসজিদে ফজরের নামাজে যান। নামাজ শেষে ঘরে ফিরে নাতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বেলাল মানসিক রোগী ছিল বলে চেয়ারম্যান জানান।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি। ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply