নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এএসআই মখলিছ মিয়া মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আতাউর রহমান (৩৫) বীরশ্রী ইউনিয়নের নুর উদ্দিনের ছেলে। সোমবার আদালতের মাধ্যমে আতাউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, গ্রেফতারকৃত আতাউর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৭ সালের একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ডের আদেশ দেন। দীর্ঘদিন থেকে সে আত্মগোপনে ছিল।
Leave a Reply