জকিগঞ্জে সীমানা পিলারকে কেন্দ্র করে মারামারির ঘটনা আপোষে নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিলেরবন্দ গ্রামে বসতঘর নির্মাণ ও ভূমির সীমানা পিলারকে কেন্দ্র করে মারামারির ঘটনার বিষয়টি আপোষে নিষ্পত্তি হয়েছে। শনিবার জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ ও স্থানীয় কাউন্সিলর হেলাল আহমদের মধ্যেস্থতায় বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন শিহাব আহমদ।
প্রসঙ্গত, জকিগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শিহাব আহমদ ১১ ডিসিমেল ভূমি খরিদ করে পাকা ঘর নির্মাণ করতে সীমানা দেয়ালের কাজ শুরু করেন। তখন একই গ্রামের মোশাহিদ আলীর ছেলে মাতাব আহমদ মাতাই (৪০), ফখর উদ্দিন (৩৮), কবির আহমদ (৩৬) ও বদরুল ইসলাম (৩৪) বাঁধা দিয়ে সীমানার চিহ্নিত পিলার উপড়ে ফেলেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। গত বুধবার আবারও মাতাব আহমদ মাতাই গংরা কাজে বাঁধ দিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে যায় এবং নির্মাণাধীন কাজ ভেঙ্গে ফেলে।

এ নিয়ে মারধরের ঘটনা ঘটে। পরে শিহাব আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার মোশাহিদ আলীর ৪ ছেলেকে আসামি করে জকিগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর