জকিগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে বিজয়ী যারা

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ পৌরসভায় কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নতুন-পুরাতন মিলিয়ে চমক দেখিয়েছেন ১২ জন। প্রাপ্ত ফলাফল মতে, ১ নং ওয়ার্ডে ৫৪২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবুল কালাম, তার নিকটতম প্রার্থী আব্দুল জলিল পেয়েছেন ৩২৫ ভোট। ২নং ওয়ার্ডে মো. রুহুল আমিন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী মাসুদ আহমদ ২৪৬ ভোট পেয়েছেন। ৩ নং ওয়ার্ডে রিপন আহমদ ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রার্থী আবুল কালাম ৫৯৬ ভোট পান। ৪ নং ওয়ার্ডে মাহবুবুর রহমান ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী সাহাব শাকিল পেয়েছেন ৬০৩ ভোট। ৫ নং ওয়ার্ডে কামরুজ্জামন কমরু ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী ছমির উদ্দিন ৪৮৭ ভোট পান। ৬ নং ওয়ার্ডে আলমগীর হোসেন ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী দেলোয়ার হোসেন নজরুল ৩২৫ ভোট পান, ৭ নং ওয়ার্ডে হেলাল আহমদ ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী আছদ্দর আলী ১৬৭ ভোট পান, ৮ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী শামিম আহমদ ২৯৯ ভোট পান, ৯ নং ওয়ার্ডে আমাল আহমদ ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী আতাউর রহমান ৩৭৪ ভোট পান।

সংরক্ষিত কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে জোসনা খানম ১৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী সুনন্দা শুক্লা ১০৬৬ ভোট পান। ৪, ৫, ৬ নং ওয়ার্ডে মনারা বেগম ১০৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী দিলোয়ারা বেগম ৯১৬ ভোট পান। ৭, ৮, ৯ নং ওয়ার্ডে রীনা আক্তার ১৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী সালেহা বেগম ১১৭১ ভোট পান। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৩ জন ও সংরক্ষিত ৩ ওয়ার্ডে ৯জন প্রার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর