জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে বসতঘরে হামলা-ভাঙচুর, কারাগারে একজন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের বারঠাকুরী গ্রামে পূর্ব বিরোধের জেরে মধ্যরাতে বসতঘরে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি খাসিরচক গ্রামের জলাল উদ্দিনের ছেলে মারজান আহমদ (২৫)। শুক্রবার রাতে জকিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বিরোধের জেরে বারঠাকুরী গ্রামের আব্দুস সালামের বসতঘরে দেশী ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে খাসিরচক গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের ছেলে বাবুল আহমদ (৩০) গংরা। এ ঘটনায় শুক্রবার আব্দুস সালাম বাদী হয়ে ৭ জনের নামে থানা পুলিশের কাছে এজাহার দাখিল করেন। এরমধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, হামলায় নারী পুরুষসহ নারী পুরুষসহ কয়েকজন রক্তাক্ত জখম হন। জখমী একজন নারী সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামীরা বাড়িতে থাকা টমটম গাড়ীসহ বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অপর আসামীদেরকে গ্রেফতারে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে যাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর