সুলতানপুর ইউনিয়নে ত্রাণ চাওয়ায় মেম্বারের হাতে বৃদ্ধ লাঞ্চিত

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে ত্রাণ চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ মেম্বারের হাতে লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সুলতানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। লাঞ্চিত বৃদ্ধ আজির উদ্দিন এ অভিযোগ করে বলেন, তাজ উদ্দিন তাজন মেম্বারের কাছে ত্রাণ চাওয়ায় তিনি আমাকে লাথি ও থাপ্পড় মেরেছেন। এতে তিনি কিছুটা আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

তবে তাজ উদ্দিন তাজন মেম্বার এ ঘটনাকে অস্বীকার করে বলেন, একটা মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি এ বৃদ্ধকে মারধর করেননি। বৃদ্ধ অন্যর সাথে তর্কাতর্কি করেছিলেন এ সময় তিনি তাকে সরিয়ে দিয়েছেন।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিস্তারিত জানতে খোঁজখবর নেয়া হচ্ছে। এ প্রসঙ্গে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ত্রাণের জন্য মারধর করা দুঃখজনক। বৃদ্ধ লোকটি থানায় অভিযোগ করুক। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর