জকিগঞ্জে কালভার্টের পাশে পুকুর খনন ও বাঁধ নির্মাণ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে জনগুরুত্বপূর্ণ সরকারি রাস্তার কালভার্টের পাশে ব্যক্তি উদ্যোগে বাঁধ নির্মান ও পুকুর খনন কাজ পুলিশের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। রবিবার দুপুরের দিকে শাহগলী-মইয়াখালি রাস্তার আখাব এলাকায় এ খনন কাজ বন্ধ করে জকিগঞ্জ থানা পুলিশ।

জানাগেছে, বারহাল ইউনিয়নের শাহগলী-মইয়াখালি সরকারি রাস্তা দিয়ে প্রতিদিন ৩০-৪০ গ্রামের মানুষ যাতায়াত করে। প্রায় ৭টি গ্রামের পানি নিষ্কাশনের জন্য আখাব গ্রামের পাশে সরকারি অর্থায়নে একটি কালভার্ট তৈরি করা হয়। গত দুদিন ধরে আখাব গ্রামের আলাই মিয়া মাছ চাষ করতে সরকারি কালভার্টের কাছাকাছি স্থানে ১০ ফুট গভীর পুকুর খনন ও কালভার্টের মুখে এক্সলেটর দিয়ে মাটি ফেলে আশেপাশের কয়েকটি স্থানে বাঁধ দেওয়া শুরু করেন। কাজ শুরুর পরই এলাকার লোকজন বাঁধা দেন। কিন্তু আলাই মিয়া এলাকার লোকজনের বাঁধা নিষেধ না মেনে কাজ চালিয়ে গেলে রবিবার কয়েকটি গ্রামের লোকজন ফুঁসে উঠেন। দেখা দেয় তুমুল উত্তেজনা। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ সরেজমিন পরিদর্শন করে পুকুর খনন ও বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে।

এলাকার লোকজন জানান, কালভার্টের পাশে পুকুর খনন ও বাঁধ নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাবে। এতে সরকারি অর্থায়নের কালভার্টটিও ধসে পড়বে। এলাকার লোকজনের বাঁধায় কাজ বন্ধ না করায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের এ প্রসঙ্গে বলেন, সরকারি কালভার্টের পাশে পুকুর খনন ও বাঁধ নির্মাণ করা হলে এলাকার লোকজনের ক্ষতির আশঙ্কা ছিলো। পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর