নিজস্ব প্রতিবেদক::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় শনিবার দেশজুড়ে ‘আনন্দ শোভাযাত্রা’র অংশ হিসেবে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সংস্কৃতিক ব্যক্তি, ক্রীড়াবিদ, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
আনন্দ শোভাযাত্রাটি জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়। জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ আব্দুল ফাত্তাহ্’র পরিচালনায় বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র ও জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) মোস্তাক সরকার, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আকরাম আলী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক মালই মিয়া, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম. আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ. জি. বাবর, জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আহাদ, জকিগঞ্জ পৌরসভা যুবলীগের আহবায়ক কাউন্সিলর শাহাব উদ্দিন সাকিল, যুবলীগ নেতা শিহাব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শফিউল আলম মুন্না, যুবলীগ নেতা কামরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি (ইনচার্জ) হাবিবুর রহমান হাওলাদার, ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম, এসআই সৈয়দ ইমরোজ তারেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, যুবলীগ নেতা সওদাগর সেলিম, ইসলামী ফাউন্ডেশনের সেলিম আহমদ, শিক্ষক নেতা ও স্কাউটস’র শিতাংশু বিশ্বাস, সাবেক কাউন্সিলর ময়নুল হক রাজু প্রমুখ।
বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ দিবেন।
Leave a Reply