জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান, নবীগঞ্জ কদুর বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাফিজ ফারুক আহমদ, জকিগঞ্জ পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা হিফজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আলী হুসেন, নাতে রাসুল সাঃ পরিবেশন করে আহমদুল হক, স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অর্থ পরিচালক হাফিজুল ইসলাম দুলু।

বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম এ লতিফ শামীম, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হালিম লিমন, সাবেক সভাপতি জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু ছাইদ আশিক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, জকিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আল মামুন, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি ইসলাম উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সদস্য মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা তালামীযের প্রচার সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

সভায় অতিথিবৃন্দ নাজাত ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করে বলেন, নাজাত ফাউন্ডেশনের কার্যক্রম সমূহ ব্যতিক্রমী। এই ফাউন্ডেশন যে কর্মকান্ডগুলো করে যাচ্ছে তা প্রশংসার দাবীদার। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহঃ ছিলেন সত্য পথের দিশারী। তাঁর দেখানো পথেই নাজাত ফাউন্ডেশন ধর্মীয় শিক্ষার প্রতি উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। পবিত্র আল কোরআনের আলো ঘরে ঘরে পৌছে দিতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে নাজাত ফাউন্ডেশন ভূমিকা পালন করছে। ব্যতিক্রম কার্যক্রমের জন্য নতুন প্রজন্ম ধর্মীয় শিক্ষা গ্রহণের প্রতি মনযোগী হবেন। ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে সবাই নাজাত ফাউন্ডেশনের কার্যক্রমে এগিয়ে আসা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর