জকিগঞ্জে সোনার বাংলা সমবায় সমিতির ঈদ পূণর্মিলনী ও নৈশ্যভোজ

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতির ঈদ পূণর্মিলনী ও নৈশ্যভোজ হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় সোনার বাংলা সমবায় সমিতির কনফারেন্স হলে সমিতির সভাপতি মো. জাফরুল ইসলামের সভাপতিত্বে ও শাহজাহান সেলিমের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের, জকিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন মাজেদা রওশন শ্যামলী, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাবেক ইউপি সদস্য ফুরকান আহমদ মুন্সী, আ’লীগ নেতা আব্দুল হালিম, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, জকিগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ, আল-ইসলাহ নেতা জুবায়ের আহমদ, উপজেলা আল-ইসলাহ’র অফিস সম্পাদক নজমুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুল গাফ্ফার, স্বাগত বক্তব্য রাখেন ফুয়াজ্জুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন মুক্তা, আ’লীগ নেতা আব্দুল গনী, আব্দুল হান্নান হানু, নজরুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুমসহ ব্যবসায়ী ও সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার সমবায়কে গুরুত্ব দিয়ে বেকার সমস্যা সমাধান করে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ গড়াতে কাজ করে যাচ্ছে। সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধু দারিদ্র দূর করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে আওয়ামীলীগ সরকার। সরকার বেকার সমস্যা দূর করতে সমবায় সমিতিগুলোকে অধিক গুরুত্ব দিচ্ছে। জকিগঞ্জের সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতির মাধ্যমেও অনেক বেকার যুবকরা কর্মসংস্থানের পথ পেয়েছেন। সোনার বাংলা সমবায় সমিতি স্ব-নির্ভর বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। সমিতিটি জন্মলগ্ন থেকে বিশ্বস্থতার সাথে আমানত রক্ষা করে মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। যুবক-যুবতীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে সমাজের উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রেখে যাচ্ছে। সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে ইতিপূর্বে দায়েরকৃত অভিযোগগুলো তদন্তে ভূয়া প্রমানিত হয়েছে। সোনার বাংলা সমবায় সমিতির বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানানো হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর