সেই ঘরটি পাকা করে দিচ্ছেন জকিগঞ্জ সোসাইটি অব আমেরিকা

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইন্ক’র সাধারন সম্পাদক ইফজাল আহমদ চৌধুরীর উদ্যোগে ঝড়ে ক্ষতিগ্রস্থ জকিগঞ্জের সিরাজপাড়া গ্রামের আব্দুন নূরের বসতঘর পাকা করণ করা হচ্ছে। দৈনিক যুগান্তরের জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার সম্প্রতি সময়ে অসহায় আব্দুন নূরের ক্ষতিগ্রস্থ বসতঘরের ব্যাপারে ইফজাল আহমদ চৌধুরীর দৃষ্টি আকর্ষন করলে তিনি এ ঘরটি পাকাকরণের উদ্যোগ নেন।

ঘরটি পাকাকরণে সার্বিক সহযোগীতায় রয়েছেন, জকিগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইন্ক এর সভাপতি মো. আবিদুর রহমান, জহিরুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রহিম, সহ সভাপতি এম এইচ মতিন, সহসভাপতি কবির চৌধুরী, নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক ইব্রাহীম আলী, উপদেষ্টা গিয়াস আহমদ মজুমদার, মো. আব্দুল জলিল, এডভোকেট এমাদ উদ্দীন, কামাল আহমদ,মাহবুবুর রহমান জুয়েল, মো. বিলাল চৌধুরী, কর্নেল নাজমুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, সৈয়দ আতিকুর রহমান, আতাউর রহমান, আকমাম খান, মাহবুবুল আলম মাছুম, ইশতিয়াক চৌধুরী স্বপন, নাজমুন এ শেলি, কামরুল ইসলাম, আজহার আহমদ, মাহবুবুর রহমান মাছুম, অধ্যক্ষ ফারহানা রহমান রীমা, আব্দুল মতিন মার্টিন।

বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের উপস্থিতিতে প্রাথমিকভাবে আব্দুন নুরের হাতে ঘর নির্মাণের জন্য নগদ টাকা তুলে দেন জকিগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইন্ক’র সাধারন সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, জকিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও কালেরকন্ঠ’র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ঠিকাদার বাহার আহমদ, মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী রিলন, যুগান্তরের জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার।

পরে এক প্রতিক্রিয়ায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত জকিগঞ্জী মানুষের আন্তরিক প্রচেষ্টার কারণে বিপদকালীন সময়ে অনেক অসহায় মানুষ সহযোগীতা পেয়ে যাচ্ছেন। বিদেশের মাঠিতে গিয়েও জকিগঞ্জ সোসাইটি প্রতিষ্টা করে মানুষের পাশে দাঁড়ানো খুবই মহৎ। সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে প্রবাসীরা জকিগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দের মত এগিয়ে আসলে দ্রুত সময়ের মধ্যে এলাকা উন্নত হবে।

জকিগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইন্ক’র সাধারন সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী বলেন, এলাকার মানুষের কল্যাণে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন একত্রিত হয়ে আমরা জকিগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইন্ক নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছি। এ সংগঠনের মাধ্যমে জকিগঞ্জ উপজেলার অসহায় মানুষের কল্যাণে কাজ করে জকিগঞ্জকে দারিদ্র মুক্ত করতে চাই। ইতিপূর্বে জকিগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইন্ক অসংখ্য অসহায় মানুষকে সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর