জকিগঞ্জে শুক্রবার থেকে শুরু হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের প্রশিক্ষণ

‘তুমিই জিতবে’ এ প্রত্যয়কে সামনে রেখে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য জকিগঞ্জে ২ মাসের প্রশিক্ষণ শুরু হবে ৫ জুলাই শুক্রবার সকাল নয়টায় ।

জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুলে প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা, শুক্রবার সকাল ৯টা ও শনিবার বিকেল সোয়া ৪টায় এ প্রশিক্ষণ চলবে। প্রতিদিন ২ ঘন্টার ক্লাস হবে। ক্লাস টেস্ট, সাবজেক্ট টেস্ট ও মডেল টেস্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করতে সহায়তা করা হবে। প্রতি ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী নেয়া হবে। স্পেশাল হেল্প ফর এনটিআরসিএ জব, জকিগঞ্জ এ প্রশিক্ষণের আয়োজন করেছে। স্পেশাল হেল্প ফর প্রাইমারি জবের প্রশিক্ষণ পরিচালনায় সফলতা ও অভিজ্ঞতার আলোকে প্রথমবারের মতো জকিগঞ্জে শিক্ষক নিবন্ধন প্রশিক্ষণ হচ্ছে। বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এ প্রশিক্ষক হিসেবে ক্লাস নিবেন। কোর্স ফি এককালীন ২৫০০ টাকা।

প্রশিক্ষণটি সমন্বয় করছেন স্পেশাল হেল্প এডুকেয়ারের পরিচালক সহকারি অধ্যাপক আল মামুন। যে কোনো তথ্যের জন্য ০১৭১১-০৬৮০৮২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর