জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে লোকমান চৌধুরীর তিনটি প্রতিশ্রুতি

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ লোকমান উদ্দিন চৌধুরী জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছেন, উন্নয়নের জন্য সকল শ্রেণী পেশার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে আমার রাজনীতিতে আসা। আমি নিজেকে শুধু আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনে করিনা। নিজেকে জনগণ মনোনীত প্রার্থী হিসেবে মনে করি। এ জন্য আগামী ১৮ মার্চের নির্বাচনে উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে ভোটারগণ আমাকে নির্বাচিত করবেন।

তিনি বলেন, নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো ও হাওর উন্নয়ন এবং পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবো। জকিগঞ্জের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অর্জনের জন্য জেলা শহরে যেতে হবে না। জকিগঞ্জেই গড়ে উঠবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান।

সারাটি জীবন জকিগঞ্জের মানুষের জন্য কাজ করেছেন জানিয়ে আরও বলেন, বিগত পাঁচটি সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম। জনগন আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে সকল দলমতের মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো। এ ক্ষেত্রে সাংবাদিকরা সহযোগীতা করতে হবে।

শনিবার বিকালে জকিগঞ্জ প্রেসক্লাব মিলানায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল।

মতবিনিময় করেন প্রেসক্লাবের সহ সভাপতি বদরুল হক খসরু, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য রিপন আহমদ, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সাংবাদিক মেহদী হেলাল, ওমর ফারুক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম.এ.জি. বাবর, পৌরসভা কৃষকলীগ নেতা ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আশরাফুল আম্বিয়া, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আবিদ চৌধুরী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর