নিজস্ব প্রতিবেদক::
এমসি কলেজ ক্যাম্পাস পুড়ানোর বিচার বিভাগীয় তদন্তে সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, বিশ্বনাথ রামপাশা ইউপি চেয়ারম্যান এডভোকেট আলমগীর, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাসসহ সাবেক ছাত্রনেতাদের জড়ানোর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবীতে জকিগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গনে পথসভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শুভর পরিচালনায় বক্তব্যে রাখেন, পৌরসভা যুবলীগের সদস্য হিরণজিৎ বিশ্বাস, অসক শর্মা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুনাইদ আহমদ জুনেদ, আনোয়ার সিরাজী, পৌরসভা ছাত্রলীগ নেতা ওমর ফারুক, কলেজ ছাত্রলীগ নেতা মামুন আহমদ, দেলোওয়ার, রাজন বিশ্বাস, জোবায়ের আহমদ, রবি শর্মা, বাহার উদ্দিন, যুবলীগ নেতা ওলি রানা, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাহেদ, হাদিউল বাশার, মাসুম আহমদ, জামিল আহমদ, রুহুল আমিন কর্ণেল, আব্দুল কাদির, কৃষ্ণধন, সালমান আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সিলেটে জননেত্রী শেখ হাসিনার হাতকে দূর্বল করতে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীকে জড়ানো হয়েছে। এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ করেছে শিবির। শিবিরকে রক্ষা করতে ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এ মামলার বিচার বিভাগীয় তদন্তে রহস্যজনকভাবে ছাত্রলীগ নেতাকর্মীদের নামউল্লেখ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, দ্রুত হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ছাত্রলীগ কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।
Leave a Reply